আজ রবিবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৪শে নভেম্বর ২০২৪

পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২১-২২ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানটির মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। 

অধ্যক্ষ (অ.দা.) প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোজাফফর হোসেন। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির চিফ ইন্সট্রাক্টর (ননটেক) দুর্গা চরণ রায়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, শিক্ষার্থী কল্যাণ কর্মকর্তা আজিজুর রহমান, বারঘরিয়া মেস মালিক সমিতির সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক শাহ আলম। 

মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ আর দুই লাখ মা-বোন, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ এবং জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান বলেনÑ ইন্টারনেটের সুবাদে আমাদের ছেলেমেয়েরা ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে প্রচুর টাকা আয় করছে। তিনি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়েতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের কাজে আত্মনিয়োগ করতে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হবার আহ্বান জানান। পরে ৬টি বিভাগে ১ হাজার ৬১টি জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ