জেলা হাসপাতালে মতবিনিময় করল স্বাস্থ্য অধিকার ফোরাম
- ১৫ই মার্চ ২০২২ রাত ০৮:২৭:১৫
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজের সাথে মতবিনিময় করেছে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম। গতকাল মঙ্গলবার সকালে তত্ত্বাবধায়কের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে স্বাস্থ্য অধিকার ফোরামের কার্যক্রম তুলে ধরেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া। এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুন্নাহার নাসু, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি গৌরী চন্দ সিতু ও বাবর আলী, সাধারণ সম্পাদক হাসিব হোসেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানবিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন, সদস্য মাহবুব আলম, বিলকিস আরা মহুয়া, প্রয়াসের কর্মসূচি ব্যবস্থাপক ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পার্সন ফারুক আহম্মেদ, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলাম, প্রচারাভিযান সম্পাদক জুবায়ের, গণমাধ্যম সম্পাদক ফাতিমা তুজ জোহরা, পাঠচক্র সম্পাদক সাহিনা আক্তারসহ অন্যরা।
উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
০ টি মন্তব্য