আজ রবিবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৪শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির পণ্য প্যাকেটিং পর্যবেক্ষণ ডিসি গালিভ খানের

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে লক্ষাধিক দরিদ্র পরিবার টিসিবির পণ্য পাবে। আগামী ২০ মার্চ থেকে প্রতিটি ইউনিয়নে ডিলারদের মাধ্যমে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ কেজি করে তেল বিক্রি করা হবে। বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলেছে প্যাকেটিং। সুষ্ঠুভাবে একাজ সম্পন্ন করতে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন। সোমবার বিকেলে তিনি প্যাকেটিং কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহসীন মৃধা, স্থানীয় সরকার শাখার উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আবারো বলেন-এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি আবেগের জায়গা। অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এই কার্যক্রমটি সম্পন্ন করতে হবে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ