চাঁপাইনবাবগঞ্জে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত
- ২৮শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৭:০৫:৫৯
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও করোনা প্রতিরোধে সচেতন হোন-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার চাঁপাইনবাবগঞ্জে ডায়াবেটিস সচেতনতা দিবস (বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা দিবস) পালিত হয়েছে। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতি ৮৫ জনকে নতুন ডায়াবেটিক রোগী হিসেবে শনাক্ত করে বিনামূল্যে সেবা প্রদান করা হয়।
ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডা. দুররুল হোদা রোগী শনাক্ত করণের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডা. দুররুল হোদা সকলের উদ্দ্যেশে বলেন, প্রতিটি মানুষকে কায়িক পরিশ্রম করতে হবে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের নিয়মগুলো মেনে চলতে হবে। তিনি ফাস্ট ফুড পরিহার করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে অর্ধ কিলো মিটার দূরে ফাস্ট ফুডের দোকান করার দাবি জানান।
০ টি মন্তব্য