আজ রবিবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৪শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো তিনদিনের বিজ্ঞান মেলা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে শেষ হয়েছে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ড।  সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে আলোচনা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সম্পন্ন হয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই কর্মসূচি। কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে।  গত শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্।

সোমবার কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন. জেলা প্রশাসক একেএম গালিভ খান। বিশেষ অতিথির বক্তব্য দেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহমেদ মাহবুব-উল-ইসলাম। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোকতায় এ মেলার আয়োজন করা হয়। মেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উদীচীর সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিথুন।  

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ