আজ রবিবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৪শে নভেম্বর ২০২৪

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাসদের মানববন্ধন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে সয়াবিন তেলসহ নিত্যপণ্য ও খাদ্যদ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি বন্ধে দ্রুত উদ্যোগ গ্রহণ, টিসিবির পণ্য মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সকল স্তরের নাগরিকের জন্য নিশ্চিত করা, ভোজ্য ও জ্বালানি তেল, গ্যাস-বিদ্যুতে ভর্তুকি বৃদ্ধি, নিয়মিত বাজার মনিটরিংসহ বিভিন্ন দাবিতে এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 শরিবার বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদ এই কর্মসূচি পালন করে। জাসদ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জেলা যবুজোটের সভাপতি তরিকুল ইসলাম, কেন্দ্রীয় জাসদ ছাত্রলীগের সহসভাপতি আব্দুল মজিদ, জেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তসিকুল রেজা খান তনু।
সমাবেশে বক্তারা বাজারের দব্যমূল্য বৃদ্ধির জন্য অসাধু সিন্ডিকেট ভেঙে পণ্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ