জেলা পর্যায়ে অনুর্ধ্ব-১৬ বালকদের দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ
- ২৪শে ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:৪৪:৫২
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২১-২০২২ এর অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস চাঁপাইনবাবগঞ্জের ব্যবস্থাপনায় ও চাঁপাইনবাবগঞ্জ এ.বি ব্যাডমিন্টন একাডেমীর সহযোগীতায় জেলা পর্যায়ে অনুর্ধ্ব-১৬ বালকদের দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনষ্ঠান এ.বি ব্যাডমিন্টন একাডেমীর ইনডোর স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার ও ট্রফি তুলে দেন শিবগঞ্জ আদিনা ফজলুল হক কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড.মাযহারুল ইসলাম তরু। এসময় প্রধান অতিথি খেলোয়াড়দের উদ্দেশ্যে নানারকম দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক, মো:আব্দুল হান্নান, বাংলাদেশ সাঁতার ফেডরেশনের নির্বাহী সদস্য মো:বদিউজ্জামান বুদু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কাউন্সিলর শেখ ফরিদ সায়েম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ফুটবল কোচ মো:হুমায়ন কবির লুকু, মোঃ সালামত ওস্তাদ, মো:আজিজুল হক, মোঃ আহসানুল হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, মু:জাকিরুল ইসলাম,সাধারন সম্পাদক, উপজেল্ াক্রীড়া সংস্থা, গোমস্তাপুর সহ বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও খেলোয়াড়বৃন্দ। উক্ত ব্যাডমিন্টন প্রতিযোগীতায় রেফারীর দায়িত্বে ছিলেন আলবাব হোসেন, স্বত্তাধীকার,এ.বি ব্যাডমিন্টন একাডেমী ও মোঃ শামসুল আলম, মোঃ রাকিবুল ইসলাম ও মোঃ শাহীন ইসলাম টিটো। ব্যাডমিন্টন প্রতিযোগীতায় সকল উপজেলা ও পৌরসভাসহ মোট ৬ (ছয়) টি দল অংশগ্রহণ করে।
নকআউট পদ্ধতির খেলায় দ্বৈত প্রতিযোগীতায় গোমস্তাপুর উপজেলাকে ২০-৩৯ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং একক প্রতিযোগতিায় গোমস্তাপুর উপজেলাকে ২১-৩১ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ব্যাডমিন্টন প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন মো:জহুরুল হক জনি, প্রধান সহকারী, জেলা ক্রীড়া অফিস, চাঁপাইনবাবগঞ্জ।
০ টি মন্তব্য