সিসি ক্যামেরার আওতায় আদিনা ফজলুল হক সরকারি কলেজ
- ২১শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৪১:২৮
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
উত্তর অঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদিনা ফজলুল হক সরকারি কলেজ শিক্ষার আলো ছড়িয়ে আসছে। শিক্ষকদের দায়িত্বশীল পাঠদানের মাধ্যমেই প্রতিবছর প্রতিষ্ঠানটি ভালো ফলাফল অর্জন করে সবমহলে প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রতিষ্ঠানটিকে আরো বেশি গতিশীল ও শিক্ষার মান উন্নয়নে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রফেসর ড. মযহারুল ইসলাম তরু পুরো কলেজ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছেন। এতে একদিকে যেমন শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠদানে উৎসাহিত হবেন অন্যদিকে শিক্ষার্থীরাও পড়াশুনায় মনযোগী হবে।
সিসি ক্যামেরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একাডেমিক নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধসহ নানা অনিয়ম থেকে কোমলমতী শিক্ষার্থীরা রক্ষা পাবে বলে মনে করছেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ডঃ মযহারুল ইসলাম তরু।
অধ্যক্ষ আরো জানান, আদিনা ফজলুল হক সরকারি কলেজে প্রথমবারের মত ডিজিটাল এ প্রযুক্তির মাধ্যমে শিক্ষার পরিবেশ আরো উন্নত হবে। একই সঙ্গে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তাবায়নে একধাপ এগিয়ে যাবে।
০ টি মন্তব্য