আমনুরায় অবৈধ ২ করাত কলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- ১৭ই ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:০৩:০৪
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা পাওয়ার প্লান্ট এলাকায় অবৈধ লাইসেন্স বিহীন করাত কল (স-মিল) পরিচালনার দায়ে ২টি করাত কলকে ৮ হাজার টাকা করে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন শরিফ । এসময় আগামী ১ মাসের মধ্যে লাইসেন্স পাওয়ার যোগ্য কাগজপত্র তৈরি করে লাইসেন্স করতে বলা হয় অন্যথায় করাত-কলগুলো বন্ধ করা হবে। এসময় উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক, চাঁপাইনবাবগঞ্জ জোন মেহেদীজ্জামান ।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন শরিফ জানান, দুটি করাতকলের ২০০ মিটারের মধ্যে পাওয়ার প্ল্যন্ট ও পাশে স্কুল-মাদ্রাসা রয়েছে। করাত কল (লাইসেন্স) বিধিমালা-২০১২ অনুযায়ী অবৈধ করাত কলের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন সদর মডেল থানা পুলিশ ও উপজেলা বনবিভাগ।
০ টি মন্তব্য