চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নাগরিকের যাবজ্জীবন
- ১৭ই ফেব্রুয়ারি ২০২২ বিকাল ০৩:২৩:৫৯
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় ভারতীয় নাগরিক মিলন সিংহ (৪২) কে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ষ্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে দন্ডাদেশ ঘোষণা করেন। মিলন মালদহ জেলার বৈষ্ণমনগর সুখদেবপুর গ্রামের রতন সিংহের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা বলেন,২০১৮ সালের ৩১ জানুয়ারী র্যাবের অভিযানে শিবগঞ্জের বিনোদপুর ক্যাপড়াটোলা গ্রাম থেকে ৭টি বিদেশী পিস্তল, ৪৭ রাউন্ড গুলি ও ১৪টি ম্যাগজিনসহ গ্রেপ্তার হন মিলন। এ ঘটনায় ওইদিন র্যাবের উপপরিদর্শক গোলাম সারোয়ার শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ২০১৮ সালের ১ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুল হাসান আদালতে মিলনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।
০ টি মন্তব্য