আজ রবিবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৪শে নভেম্বর ২০২৪

৫ ফেব্রুয়ারী-"জাতীয় গ্রন্থাগার দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা

মেহেদি হাসান

৫ ফেব্রুয়ারী জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার করোনা সংক্রমণ সতর্কতায় সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভার আয়োজন করে।

শনিবার সকাল ১১টায় জেলা  গণগ্রন্থাগারের হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহমেদ মাহবুব-উল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন।

প্রধান আলোচক ছিলেন সরকারি আদিনা ফজলুল হক কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যাপক (বাংলা) ড.ইমদাদুল হক মামুন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার চৌধুরী জুবায়ের হোসেন।

আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নাই। শুধু মাত্র এ প্লাস পাওয়ার জন্য  ছাত্র/ছাত্রীদের ক্লাসের নির্দিষ্ট কিছু বই মুখস্থ করে ভালো ছাত্র হলেই হবে না,ক্লাসের বই ছাড়াও সাহিত্য,‌ বিজ্ঞান,আত্মজীবনী সহ বিভিন্ন ধরনের বই পড়ে জ্ঞান অর্জন করে ভালো মানুষ হতে হবে এবং অর্জিত জ্ঞান দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।তবেই আমরা নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো ও দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। 

আলোচনা অনুষ্ঠান শেষে নিয়মিত বই পড়ার জন্য মোঃ আতাউর রহমান ও আতিউর ইসলাম কে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।

প্রথম আলো বন্ধু সভার সম্পাদক আরাফাত মিলোনিয়ামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান অধ্যক্ষ রোখসানা ইসলাম, জেলা গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরীয়ান গোলাম মোস্তফা সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ