আম টিকিয়ে রাখতে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম অনন্য উদাহরণ : সৈয়দ নূরুল ইসলাম
- ৫ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:১৮:০৮
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) সৈয়দ নূরুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম (কানসাট রাজার আম বাগান) শিবগঞ্জ তথা চাঁপাইনবাবগঞ্জের আম টিকিয়ে রাখতে অনন্য উদাহরণ হয়ে থাকবে। শনিবার বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম পরিদর্শনকালে সৈয়দ নূরুল ইসলাম এ কথা বলেন।
এসময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল- রাব্বি। পরিদর্শনকালে তিনি বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামের বিভিন্ন দিক ঘুরে দেখেন। এ সময় সৈয়দ নূরুল ইসলাম বলেন, আমাদের আমের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে অনন্য উদাহরণ বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম। বাইরে থেকে দর্শনার্থীরা এলে আমের বিভিন্ন জাত সর্ম্পকে তারা ধারণা পাবে। বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম স্থাপনে প্রশাসনের প্রশংসার করে তিনি আরো বলেন, এটিকে ধরে রাখার দায়িত্ব আমাদের। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল গণি জোহা, জেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদার ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসুসহ অন্যরা।
০ টি মন্তব্য