চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই-গ্রেফতার ৪
- ২রা ফেব্রুয়ারি ২০২২ রাত ০২:২০:৫১
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় অটোগ্যারেজ মালিকসহ চারজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশার যন্ত্রাংশ বিক্রির ৬ হাজার টাকা ও অটোরিকশা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা-ফকিরপাড়ার মুকুল আলীর ছেলে আকাশ আলী (১৯) একই এলাকার জুয়েলের ছেলে শান্ত (২০), দ্বারিয়াপুর ঈদগাহ মাঠ এলাকার শফিকুল ইসলামের ছেলে মেরাজ (১৯) ও শাহীবাগের মৃত মুলি খলিফার ছেলে আরামবাগের অটোগ্যারেজ মালিক জামাল উদ্দীন (৫০) ।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জুগিডাইং মাকড় কোল এলাকার মৃত দিসান হেমরোনের ছেলে হায়দার হেমরোন একজন অটোরিকশা চালক। রোববার (৩০ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে শহরের সোনারমোড় থেকে প্রফেসরপাড়া যাওয়ার কথা বলে ব্যাটারিচালিত অটোতে ওঠেন আকাশ ও শান্ত। প্রফেসরপাড়ার মধ্যে পৌঁছলে যাত্রীবেশে থাকা দুই ছিনতাইকারী পেছন দিক থেকে চালকের গলায় চাকু ধরে অটোরিকশা থামাতে বলে। এ সময় তাকে মারধর করে ও চাকু দিয়ে হত্যার ভয় দেখিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
ঘটনার পরের দিন দুপুরে শহরের শান্তিমোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের মৌখিকভাবে অবহিত করেন হায়দার হেমরোন। বিষয়টি থানা পুলিশ জানার পর ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার কাজ শুরু করে।
০ টি মন্তব্য