আজ রবিবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৪শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে করোনা ও ওমিক্রণ প্রতিরোধে ২ হাজার স্থানে ৫ লাখ মাস্ক বিতরণ

মেহেদি হাসান

করোনা ও ওমিক্রণ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে মাস্ক বিতরন করা হয়েছে। সোমবার (৩১জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন  বারোঘরিয়া দৃষ্টি নন্দন পার্ক এলাকায় জেলা প্রশাসক এ কে এম গালিভ খান মাস্ক বিতরন করেন।
এসময় জেলা প্রশাসক জানান, করোনা ও ওমিক্রণ প্রতিরোধ ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আমাদের এ ক্যাম্পেইন। এছাড়াও স্বাস্থ্যবিধি মানাতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় নিয়মিত ভ্রাম্যমান আদালত অব্যাহৃত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহমেদ মাহবুব উল ইসলাম ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বারোঘরিয়া ইউনিয়ন ছাড়াও পৌর এলাকাসহ বিভিন্ন উপজেলায় ২০০০ স্থানে ২৫০টি করে ২০০০ স্থানে মোট ৫লাখ মাস্ক বিতরন করা হবে।  
 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ