আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

সদর উপজেলার ১৪ ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

মেহেদি হাসান

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ভোটগ্রহণ শুরু হয়েছে। উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। 

বুধবার (৫ ডিসেম্বর) ১৩৪টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়,কুয়াসার চাদর ভেদ করে ঘর থেকে বেরিছেন ভোটাররা। বেরিয়েছেন প্রার্থী ওতাদের কর্মী সমর্থকরা। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল সাড়ে নয়টার দিকে বারঘরিয়া ইউনিয়ন পরিষদ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনিরুল ইসলাম জানান, সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। প্রার্থীদের এজেন্টরাও জানান, কোনো ধরনের কোনো সমস্যা নেই। ভোটাররা তাদের পছেন্দের প্রার্থীকেই ভোট দিচ্ছেন। এই ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নাইমুল হক ভোট কেন্দ্র পরিদর্শন করে জানান, এখন পর্য়ন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। কোনো ধরনের কোনো সমস্যা নেই। এমন দৃশ্য হেনা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র ও মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ঘুরেও দেখা গেছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ