আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

নাচোলের দুই ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধসহ বিভিন্ন বিষয়ে উঠান বৈঠক

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাল্যবিবাহ বন্ধ, নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ, প্রতিবন্ধী কিশোর-কিশোরীদের অধিকার, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও মাদকদ্রব্যের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) বাদ মাগরিব নাচোল উপজেলার নাসিরাবাদ-দুলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রথম উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন, নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, নবনির্বাচিত চেয়ারম্যান সফিকুল ইসলাম, নাসিরাবাদ-দুলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল।

পরে নেজাম ইউনিয়নের নেজামপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন, নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিনসহ অন্যরা। ইউনিসেফের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন। এছাড়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ করা হয়।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ