ড্রেনের পানিতে সয়লাব নিউমার্কেটের রাস্তা - ভোগান্তিতে হাজারো মানুষ দেখার কেউ নেই
- ২৩শে ডিসেম্বর ২০২১ দুপুর ০১:৪৬:২৭
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
একমাসের অধিক সময় ধরে স্টেডিয়াম ও নিউমার্কেটের সামনের রাস্তাটি ড্রেনের উপচিয়ে পড়া নোংরা পানিতে সয়লাব হয়ে পড়ে থাকলেও যেন দেখার কেউ নেই। অথচ রাস্তাটি শহরের ভিআইপি রাস্তা গুলোর মধ্যে একটি।
স্থানীয় ব্যাবসায়ী ও চলাচলকারী মানুষের সাথে কথা বলে জানা যায়,স্টেডিয়ামের পূর্ব পাশে থাকা ড্রেনটি ভরাট ফেলে বন্ধ করে দেওয়ায় নিউমার্কেট,মাছ বাজার,কাঁচা বাজার এলাকার পানি এ ড্রেন দিয়ে বের হতে না পারায় ড্রেন উপচিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
ব্যবসায়ীরা জানান বিসিকের আয়োজনে চলা হস্ত ও কুটির শিল্প মেলার সংস্কারের ভরাট মাটিতে ড্রেনটি বন্ধ হয়ে যাওয়ার ফলে স্টেডিয়ামের সামনে ড্রেন উপচিয়ে স্টেডিয়াম গেট ও সামনের রাস্তায় ময়লা পানি জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। ব্যস্ত এ রাস্তা দিয়ে সকাল থেকে প্রতিদিন বাজার করতে আসা সহ অফিস, স্কুল, কলেজ গামী চলাচলকারী ছাত্র ছাত্রীরা পড়েছে দারুণ ভোগান্তিতে।
এ বিষয়ে পৌর ২ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান জানান,ড্রেনটি বন্ধ করে দেওয়ায় নতুন করে ড্রেন নির্মাণের জন্য প্রায় ২৪ লক্ষ টাকার প্রকল্প নেওয়া হয়েছে,কিন্তু সরকারি বরাদ্দ না থাকায় নির্মাণ কাজ শুরু করা যায়নি।
০ টি মন্তব্য