আজ বৃহঃস্পতিবার, ১২ই বৈশাখ ১৪৩১, ২৫শে এপ্রিল ২০২৪

রেডিও মহানন্দায় তথ্য অধিকারের গুরুত্ব নিয়ে সংলাপ অনুষ্ঠিত

মেহেদি হাসান

এসডিজি-১৬ এর স্থানীয়করণে ও তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণে তথ্য অধিকার  কী ও এর গুরুত্ব নিয়ে রেডিও মহানন্দায় একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ডিসেম্বর) সকালে বেলেপুকুরের নকীব হোসেন মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. আব্দুস সালাম। মৌটুসী চৌধুরীর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সুধিজন ও সাংবাদিকবৃন্দসহ মোট ৩০ জন এই সংলাপে অংশগ্রহণ করেন।

সংলাপের শুরুতেই স্বাগত বক্তব্য দেন রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন। এসময় তিনি বলেন তথ্যই শক্তি। যে যতোবেশী তথ্য জানবে সে ততো বেশী সামনে এগিয়ে থাকবে। ব্যক্তিগত জীবনেও আমাদের তথ্যের অবাধ বিচরণ থাকতে হবে। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ