আজ শনিবার, ১৩ই বৈশাখ ১৪৩১, ২৭শে এপ্রিল ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মাওরি পাড়ায় ছুরিকাঘাতে ১ জন নিহত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার ভোটের আগের রাতে ছুরিকাঘাতে আব্দুল আজিম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আজিম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের মাওড়ি পাড়ার হয়রত আলীর ছেলে।

সোমবার রাত ৯টার পরে বটতলা হাটের পাশে মাওড়ি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুই যুবক আহত হয়। তারা হলেন, নতুন হাটের আব্দুল হাইয়ের ছেলে আব্দুল আলিম ও আব্দুস সাত্তারের ছেলে ইমন। তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সোমবার রাতে বটতলা হাটের পাশে মাওড়ি পাড়া এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।  এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। 

পরে ঘটনাস্থল ঘুরে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম সংবাদ কর্মীদের জানান, দুইজন যুবকের মধ্যে মোবাইল সংক্রান্ত দেনাপাওনার কারনে এ ঘটনা ঘটেছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ