আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

মাদক ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশকে সম্প্রীতি সমাবেশ

মেহেদি হাসান

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’- এই স্লোগানকে সামনে রেখে বিট পুলিশিং সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন।

মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধসহ সকল প্রকার অপরাধ দমনে জনসচেতনতা সৃষ্টির লক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। এছাড়াও বিট পুলিশিংয়ের কার্যক্রম তুলে ধরা হয়। এসব অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান ওসি মোজাফফর হোসেন।

বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ সদস্য আবু সালেহ আল হাম্মাদ, আনন্দ টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ফারুক হোসেন, ইউপি সদস্য নূরুল ইসলাম, মো. আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ডলারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ