আজ শনিবার, ৭ই বৈশাখ ১৪৩১, ২০শে এপ্রিল ২০২৪

ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হাসপাতালে বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা অপারশেন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে অসচ্ছল ও দরিদ্র পরিবারে জন্ম নেয়া ঠোঁট ও তালুকাটা রোগীদের বিনামূল্যে অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হাসপাতালের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুণ্ডু।

ঠোঁট ও তালুকাটা বাচ্চাদের অপারেশন ও চিকিৎসা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. হাসিব রহমান, অ্যানেসথেসিয়া এন্ড আইসিইউ বিভাগ, শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী, ঢাকা’র সহযোগী অধ্যাপক ডা. মলয় কুমার দাস।

ল্যাব ওয়ান মেডিক্যাল সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মো. মাইনুল ইসলাম ডলার জানান, জেলার হতদরিদ্র মানুষ, যারা অর্থের অভাবে শিশুদের জন্মগত ঠোঁট ও তালুকাটার অপারেশন করতে পারেন না, তাদের সহযোগিতা করতেই ২০১৬ সাল থেকে বিনামূল্যে এ ক্যাম্প শুরু করা হয়। এ পর্যন্ত প্রায় সাড়ে ৪শ’ শিশুর ঠোঁট ও তালুকাটা রোগীর বিনামূল্যে অপারেশন করা হয়েছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ