আজ শুক্রবার, ১৫ই কার্তিক ১৪৩২, ৩১শে অক্টোবর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে পুলিশের আয়োজনে দাবা লিগ অনুষ্ঠিত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে তিন দিনব্যাপী মুজিববর্ষ দাবা লিগ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেলে নয়াগোলাস্থ জেলা পুলিশ লাইনসে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব। 

‘বুদ্ধির খেলা দাবা শিখি-মানসিক স্বাস্থ্য ভালো রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান। এতে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাহী সদস্য শেখ মনিরুল ইসলাম আলমগীর, জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। 

প্রতিযোগিতায় ৮টি ক্লাবের মধ্যে চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করে নবাবগঞ্জ স্পোর্টিং ক্লাব ও টিটো স্মৃতি সংসদ। এতে ১০-৬ পয়েন্টে টিটো স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়। পুরস্কার হিসেবে ট্রফি, টি শার্ট, চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা ও রানার আপ দলকে ৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণ কারী ৩২ জন দাবাড়ুকেও পুরস্কৃত করা হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ