করোনায় ক্ষতিগ্রস্থদের বুরো বাংলাদেশের প্রনোদনার ঋণ বিতরণ
- ২৬শে অক্টোবর ২০২১ সন্ধ্যা ০৬:৪৪:৩৯
- চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
করোনায় ক্ষতিগ্রস্থদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রান্তিক জনগোষ্ঠির জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বুরো বাংলাদেশের প্রনোদনার ঋণ বিতরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৫ জনের মধ্যে ১০ লাখ টাকার ঋণ বিতরণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আশিকুর রহমান, বুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, এলাকা ব্যবস্থাপক গোলক চন্দ্র বিশ্বাসসহ অন্যান্যরা। উল্লেখ্য এর আগেও জেলার ৫ উপজেলায় ২ কোটি ৪৭ লাখ টাকার প্রনোদনার ঋণ বিতরণ করেন।
 
								 
							 
									 
									 
										 
										 
										 
										 
										 
										 
								 
								 
								 
								 
								 
								 
								 
								
০ টি মন্তব্য