আজ সোমবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

নয়াগোলা-মহানন্দা সেচ প্রকল্প পাবসস সভাপতি শরিফের নানা অনিয়ম, সমবায় অফিসারের দ্বারস্থ ভুক্তভোগীরা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা-মহানন্দা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শরিফুল ইসলামের নামে নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নিরীহ সদস্যদের মামলা-হামলা দিয়ে ফাঁসিয়ে দেয়াসহ তার অনুসারীদের রেখে কোনো নোটিশ ছাড়াই তিন শতাধিক সদস্যের ভোটাধিকার বাতিল করে নির্বাচন করছেন তিনি। তার এসব অনিয়ম-দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী সদস্যরা প্রতিকার চেয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমবায় অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সমবায় অফিসার মো. আকরাম হোসেন। তবে পাবসসের সভাপতি শরিফুল ইসলাম তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পাবসসের বর্তমান সভাপতি শরিফুল ইসলাম একক ক্ষমতাবলে এর আগে অনিয়ম দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত মো. রুহুল আমিনকে সমিতিতে ফিরিয়ে এনেছেন এবং আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিতব্য ত্রিবার্ষিকী নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। এছাড়াও বর্তমান সভাপতি না জানিয়ে বিভিন্ন সদস্যের নামে ঋণ তুলে নিজে টাকা উত্তোলন করে থাকেন এবং সেই টাকা নিয়ে তিনি রেজিস্ট্রেশনবিহীন সংস্থা খুলে চড়া সুদে ব্যবসা করছেন। তার অপকর্ম ঢাকতে কার্যনির্বাহী কমিটিতে থাকা তার কতিপয় আপনজন সদস্যকে নিয়ে রেজ্যুলেশন করে নেন।  

অভিযোগে আরো জানা গেছে, সভাপতি শরিফুল ইসলামের একক স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, কোনো কারণ দর্শানো বা সদস্যদের বাসায় বাকি চাঁদা উঠানোর জন্য জন আদায়কারী থাকলেও তাদের সেখানে কাজে না লাগিয়ে তিন শতাধিক সদস্যের ভোটাধিকার বাতিল করেছেন।

সভাপতি শরিফুল ইসলামের বিভিন্ন অনিয়মের বিষয়ে সমিতির সাবেক সভাপতি নুরুল ইসলাম, আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী মো. সাইফুল ইসলাম, সদস্য প্রার্থী দেলুয়ার  হোসেন   সদস্য আব্দুস সামাদ শাহীন বলেন, সভাপতি শরিফুল ইসলাম বিভিন্ন মারফতে আমাদের বিভিন্ন মামলায় জড়িয়ে দেয়া, হামলা প্রাণনাশের হুমকি দিচ্ছেন, যাতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে।

সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু বলেন, আমি ২০০৩ হতে ২০০৮ সাল পর্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে সমিতি পরিচালনা করেছি। ২০১২ সালে আমি আবার প্রতিদ্বিদ্বতা করতে গেলে বর্তমান সভাপতি আমার নামে হয়রানিমূলক লাখ টাকা পাওয়ার অভিযোগ দেন। যা পরবর্তীতে তদন্ত কমিটি বসে তা প্রমাণ করতে পারেনি। এছাড়াও তিনি আমাকে বিভিন্নভাবে হয়রানি করেছেন।

অন্যদিকে সমিতির সদস্য আনসার আলী, ফজলুর রহমান, আব্দুল খালেক জানান, পূর্বে কোনো নোটিশ বা সময় না দিয়ে আমাদের ভোটাধিকার বাতিল করেন। আমাদের কোনো সমস্যা বা চাঁদা, বা ঋণ থাকলে আমরা পরিশোধ করতে বাধ্য হতাম। আবার কিছু সদস্য মহামারি করোনা ভাইরাসের কারণে তাদের সদস্য ফি পরিশোধ করতে পারেনি। কোনো কোনো সদস্যের এক মাসেরও বাকি রয়েছে। করোনাকালীন সময়ে সরকার দেশের ব্যাংক, বীমা, এনজিও, সমবায় সমিতির চাঁদা বা কিস্তি নিতে বারণ করেছিলেন। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আমরা জানতে পারলে তা পরিশোধ করার জন্য প্রস্তুত ছিলাম।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, বর্তমান সভাপতি শরিফুল ইসলাম সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সভাপতি নির্বাচিত হওয়ার পর এলাকায় যে কোনো লোক বা সদস্য তার বিরুদ্ধে গেলে তাকে দেখে নেয়া মামলা-হামলা করার ভয়ভীতি প্রদর্শন করছে। তিনি নয়াগোলা মোড়সহ ১নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে সমাজসেবা / সমবায় অফিস থেকে কোনো রেজিস্ট্রেশন না করে প্রকাশ্যে মানব কল্যাণ সমাজ উন্নয়ন সংস্থা (মাকস-উস) নামে সংস্থা খুলে চড়া সুদে টাকা লেনদেন করছেন। আর যারা লোন নিয়ে কড়া সুদে টাকা পরিশোধ করতে পারছে না, তাদেরকে বিভিন্ন হয়রানি তাদের সম্পত্তি দখলেরও হুমকি দিচ্ছে। বিষয়ে জেলা সমাজসেবা সমবায় অফিসে  খোঁজ নিয়ে জানা যায়, মানব কল্যাণ সমাজ উন্নয়ন সংস্থা (মাকস-উস) নামে কোনো নিবন্ধিত কোনো সংস্থা নেই।

নয়াগোলা-মহানন্দা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের বিভিন্ন অব্যবস্থাপনা, অনিয়ম, অবৈধ সংস্থার ব্যাপারে শরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, নয়াগোলা-মহানন্দা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির জরাজীর্ণ অবস্থা থেকে সমিতিকে আরো উন্নয়ন ত্বরান্বিত করতে তিনি সবাইকে নিয়ে কাজ করছেন। ভোটাধিকার বাতিল বিষয়ে তিনি জানান, ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সদস্যদের চাঁদা বা সঞ্চয় পরিশোধ করার সময় দেয়া হয়েছিল। যারা ব্যর্থ হয়েছে তাদের ভোটাধিকার বাদ পড়েছে। বাদপড়া কোনো সদস্য এখন পর্যন্ত তার কাছে এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। বর্তমানে খসড়া ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে। 

এ বিষয়ে জেলা সমবায় অফিসার মো. আকরাম হোসেন জানান, তিনি ভোটাধিকার থেকে বাদপড়া ও দুজন মনোনয়ন বাতিল হওয়া সদস্যের আপিল করা দরখাস্ত পেয়েছে। বিষয়টি ভালোভাবে দেখে শুনে শুনানির ব্যবস্থা করা হবে। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ