আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বন্ধুসভার মানববন্ধন

মেহেদি হাসান

সারাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রথম আলো বন্ধুসভা, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা মানববন্ধনের আয়োজন করে

বিকেল সোয়া চারটা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস,   বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ -খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ রাই, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সদস্য সচিব ধনঞ্জয় চট্টোপাধ্যায়, বাংলাদেশে কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি সাইদুল ইসলাম, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক রফিক হাসান বাবলু, সাবেক ছাত্রনেতা কামাল উদ্দিন, জাগো নারী বহ্নিশিখার আহবায়ক ফারুকা বেগম, যুগ্ন আহবায়ক ছবি রানি সাহা, সামাজিক সংগঠন সম্প্রীতির সভাপতি নাহিদুল হক, হ্রথিবী রথের আহবায়ক আনিফ রুবেদ, সাংবাদিক জাকির হোসেনচাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন।  সসঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। 

বক্তারা সারাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানান। এরসাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। মানববন্ধন থেকে  মুক্তি্যুদ্ধের অসম্প্রদায়িক  চেতনা ৭২ সালের সংবিধান প্রতিষ্টার দাবি জানান। 

 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ