চাঁপাইনবাবগঞ্জে বাউবি -এর ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- ২২শে অক্টোবর ২০২১ রাত ১২:৪৯:১২
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
'সবার জন্য উন্মুক্ত কর্মমুখী, গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন ও সানন্দ শুভেচ্ছা জানিয়েছে বাউবির উপ- আঞ্চলিক কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ।
১৯৯২ সালে প্রতিষ্ঠিত হওয়া বাউবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃস্পতিবার সকাল দশটায়, বাউবির উপ -আঞ্চলিক কেন্দ্রে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা হয়।
আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাউবির সহকারী আঞ্চলিক পরিচালক মোঃ শামসুজ্জামান। তিনি তার বক্তৃতায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সুফল বর্ণনা করতে গিয়ে বলেন, 'আমাদের এ বিশ্ববিদ্যালয়ে (বাউবি) নানা পেশার সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী মানুষগণ এখানে পড়াশোনা করেন '। তিনি আরো বলেন, 'বিজিবি, আনসার, পুলিশ, প্রাইমারী স্কুলের শিক্ষকগণও এখানে বিভিন্ন প্রোগ্রামে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তাই আমরা বলে থাকি যে, কর্মজীবীদের সাফল্যের সিঁড়ি বেয়ে উঠার একমাত্র পথ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।'
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের ও নামোশংকরবাটি কলেজ এর বিভিন্ন বিষয়ের টিউটর গন উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলার, সদর উপজেলায় ১৯৯৫ সালে বাউবি প্রথম অস্থায়ীভাবে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ১৩ই সেপ্টেম্বর ২০০৬ সালে, জেলা শিল্পকলা একাডেমির পাশে নিজেস্ব স্থায়ী ভবনে কার্যক্রম পরিচালনা করে।
বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলায় উপ - আঞ্চলিক কেন্দ্রে তিনটি প্রোগ্রাম চালু রয়েছে। সেখানে, (স্টাডি সেন্টারসহ) এসএসসি, এইচএসসি, বিএ/বিএসএস - এ তিনটি প্রোগ্রামে যথাক্রমে ৯৮০, ৭৮৯ এবং ৬০১৫ জনসহ মোট ৭৭৮৪ জন শিক্ষার্থী রয়েছে। মোট টিউটর রয়েছে ৪২০ জন।
উল্লেখ্য, তিনটি প্রোগ্রামের স্টাডি সেন্টারগুলি হচ্ছে যথাক্রমে, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ, নামোশংকরবাটী ডিগ্রী কলেজ, শিবগঞ্জ সরকারি মহিলা কলেজ, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ, রাণীহাটী মহাবিদ্যালয়, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি গার্লস স্কুল, গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়, নাচল পাইলট উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ দাদনচক উচ্চ বিদ্যালয়।
০ টি মন্তব্য