চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন : সরে দাঁড়াচ্ছেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট ময়েজ
- ১৭ই অক্টোবর ২০২১ দুপুর ১২:২৫:৩৮
- চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
২ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন মেয়র প্রার্থী এডভোকেট ময়েজ উদ্দিন। রোববার (১৭ অক্টোবর) বেলা ১২ টায় সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন না করার ঘোষণা দেন।
 লিখিত বক্তব্যে ময়েজ উদ্দিন বলেন, বিএনপি যেহেতু দলীয়ভাবে নির্বাচন করছে না সেহেতু আমি দলের প্রতি শ্রদ্ধা রেখে আমার মেয়র পদে প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি”। বিএনপির নাম নিয়ে অন্য যারা নির্বাচন করছেন তাদেরকেও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান ময়েজ উদ্দীন।
নবাবগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তার  সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি,  পৌর বিএনপির অর্থ সম্পাদক ময়েজ উদ্দিনের সমর্থনকারী মোঃ সরোয়ার জাহান, প্রস্তাব কারী আখতারুজ্জামান। 
 
								 
							 
									 
									 
										 
										 
										 
										 
										 
										 
								 
								 
								 
								 
								 
								 
								 
								
০ টি মন্তব্য