নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ফুটবল লীগের উদ্বোধন
- ১৬ই অক্টোবর ২০২১ রাত ০৯:৩২:৩৩
- চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে এই লীগের উদ্বোধন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। 
প্রধান শিক্ষক মো. হারুনুর রশীদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেক, সংরক্ষিত নারী কাউন্সিলর মাসকুরা বেগম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠুন। 
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নবম শ্রেণি বনাম দশম শ্রেণির ছাত্ররা। খেলায় ২ গোলে নবম শ্রেণিকে হারিয়ে ৩ পয়েন্ট অর্জন করে দশম শ্রেণি।
খেলার সার্বিক দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক নুরে আলম। লীগ পদ্ধতিতে প্রতিদিন বিকেলে বিদ্যালয় মাঠে খেলা হবে বলে জানিয়েছেন সহকারী শিক্ষক মো. দুরুল হোদা।
								
								
								
								
							 
								 
							 
									 
									 
										 
										 
										 
										 
										 
										 
								 
								 
								 
								 
								 
								 
								 
								
০ টি মন্তব্য