চাঁপাইনবাবগঞ্জে বালিকা সাঁতার প্রতিযোগিতা চ্যাম্পিয়ন সদর উপজেলা
- ১৬ই অক্টোবর ২০২১ রাত ০৯:১৪:৩৭
- চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে বয়সভিত্তিক বালিকা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টায় ডা. আ.আ.ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুলে চাঁপাইনবাবগঞ্জ মহিলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে।
জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সেলিনা জামানের সভাপতিত্বে আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রুনা লায়লা। উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক কবিতা বর্মন, যুগ্ম সম্পাদক গৌরী চন্দ, সদস্য রোকসানা আহমদসহ অন্যরা।
বয়সভিত্তিক এই সাঁতার প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে সদর, শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর উপজেলার বালিকারা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এতে চ্যাম্পিয়ন হয় সদর উপজেলা এবং রানারআপ হয় নাচোল উপজেলা।
								
								
								
								
							 
								 
							 
									 
									 
										 
										 
										 
										 
										 
										 
								 
								 
								 
								 
								 
								 
								 
								
০ টি মন্তব্য