চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন : সরে দাঁড়াচ্ছেন মেয়র প্রার্থী সিনা
- ১৬ই অক্টোবর ২০২১ সন্ধ্যা ০৭:৪৫:৩৮
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
২ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন মেয়র প্রার্থী শাহনেওয়াজ খান সিনা। শনিবার (১৬ অক্টোবর) বেলা ১১ টায় সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন না করার ঘোষণা দেন। লিখিত বক্তব্যে সিনা বলেন-“আমি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির ১ম সহসভাপতি ও জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য। বিএনপি যে হেতু দলীয়ভাবে নির্বাচন করছে না সেহেতু আমি দলের প্রতি শ্রদ্ধা রেখে আমার মেয়র পদে প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি”। বিএনপির নাম নিয়ে অন্য যারা নির্বাচন করছেন তাদেরকেও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান শাহনেওয়াজ খান সিনা।
নবাবগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তার প্রস্তাবক রফিকুল ইসলাম ও তার আইনজীবী আব্দুস সালাম তালুকদার উপস্থিত ছিলেন।উল্লেখ্য, বিএনপি দলীয়ভাবে নির্বাচন না করলেও চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামীকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মেয়র পদে আরো যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন-আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. মোখলেসুর রহমান, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও ফুটবলার মোস্তাফিজুর রহমান মুকুল।
০ টি মন্তব্য