আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দূর্গোৎসব ১৪৩ টি মন্দিরে অনুষ্ঠিত হবে- আইন আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ সভা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে এবার ১৪৩ টি মন্দিরে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পূজা মন্দিরগুলোতে প্রতিমা তৈরির  কাজ প্রায় শেষ। এর মধ্যে সদর উপজেলায় ৬০ , শিবগঞ্জ্ ৩৮, গোমস্তাপুর ৩০, নাচোল ১২ ও ভোলাহাট উপজেলায় ০৩টি মিলিয়ে ১৪৩ মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। চাঁপাইনবাবগঞ্জ শহর ও সদর উপজেলার  বিভিন্ন পূজা মন্দির ঘুরে  দেখা  গেছে, ইতোমধ্যে অধিকাংশ মÐপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। শুধুমাত্র বাকি রয়েছে রং তুলির আচরের কাজ।  

এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক  মোঃ মঞ্জুরুল হাফিজের সভাপতিতে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট দেবেন্দ্রনাথ উরাও এর সঞ্চালনা ও স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে বিশেষ সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সার্কেল আতোয়ার রহমান, বারোঘরিয়া বাইস পুতুল মন্দিরের সভাপতি প্রনব কুমার পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ রায়, বাংলাদেশ পূর্জা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক ডাবলু কুমার ঘোষ, সমাজ সেবী গৌরি চন্দ্র সিতু, সদর উপজেলা পূর্জা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার, সাধারণ সম্পাদক তরুন কুমার, নাচোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সুভেন চন্দ্র বর্মন।  

বিশেষ আইন শৃংখলা সভায় জেলা প্রশাসক জানান, প্রতিটি পূজা মন্দিরে আইন শৃংখলা পরিস্থিতি কঠোরভাবে সর্তক থাকবে।  সেই সাথে স্বেচ্ছাসেবক টিম গঠন করে মন্দির এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা করার ব্যাপারে তিনি আদেশ দেন। পূজা মন্দিরে র‌্যাব, পুলিশ ছাড়া আনসার  মোতায়েন করা হবে। বড় বড়  মন্দিরে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সরকারি নিয়ম মেনে মন্দির কমিটির লোকজনকে তিনি যথাসময়ে বিসর্জনের ব্যবস্থা করার আহবান জানান। 

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান,  পুলিশের পক্ষ  থেকে সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশী টহল ও  গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

উল্লেখ্য আগামী ১১ অক্টোবর মহাষষ্ঠী মাধ্যমে  দেবীর  বোধন পূজার মধ্যে দিয়ে শারদীয় দূর্গোৎসব শুরু হবে। ১২ অক্টোবর মহাসপ্তমী, ১৩ অক্টোবর মহাঅষ্টমী, ১৪ অক্টোবর মহানবমী, ১৫ অক্টোবর বিজয় দশমীর মাধ্যমে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয় দূর্গাপুজার সমাপ্তি ঘটবে।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ