আজ সোমবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে ইমাম ও মসজিদ কমিটির সাথে সচেতনতামূলক সভা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে ইমাম ও মসজিদ কমিটির সভাপতি/সম্পাদকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের আইসিটি সম্মেলন কক্ষে  জেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় সচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জাকিউল ইসলাম।

 জেলা প্রশাসক কার্যালয়ের সমন্বয়ক শরিফা খাতুনের সঞ্চালনায় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ফাউণ্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মাহমুদার রহমান, সেন্ট্রাল জামে মসজিদের ইমাম হুমায়ন কবীর, টাউন জামে মসজিদের ইমাম মাহবুবুর রহমান, নাচোল উপজেলার মনিরুল ইসলাম,ভোলাহাট উপজেলার শামসুল আলম,শংকরবাটি বটতলাহাট মসজিদের সভাপতি মনিরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জাকিউল ইসলাম তার বক্তব্যে জানান, বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতি একটি বৈশিক সমস্যা এ সমস্যা সমাধানে সবসময় আমাদের সচেতন থাকতে হবে। কোভিড-১৯ প্রতিরোধ করতে হলে সবার আগে নিজের সচেতনতা থাকতে হবে। মসজিদের ইমাম ও কমিটির সভাপতি/ সম্পাদকের উদ্দেশ্যে তিনি জানান, আপনাদের মসজিদ/মাদ্রাসা/মক্তব গুলোতে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় ও বাচ্ছাদের পড়াশুনা করাবেন।  আপনারা মসজিদের ওজুখানা ও গেটে পরিস্কার পরিচ্ছন্ন হয়ে চালকের আসনে বসবেন। মসজিদে প্রবেশের  সময় অবশ্যই মাস্ক পরিধান বাধ্যতামূলক করা ও স্বাধ্যবিধি যাতে উপেক্ষিত না হয় এজন্য আপনাদের সচেতন থাকতে হবে। মনে রাখবেন কোভিড-১৯ প্রথম ও দ্বিতীয় ঢেউ বর্তমান সরকার আন্তরিকতার সহিত কাজ করে প্রতিরোধ করেছে। সারাদেশে সকল মানুষের জন্য টিকা নিশ্চিত করা হয়েছে। মনে রাখতে হবে তৃতীয় ঢেউ যাতে বিস্তার করতে না পারে এ জন্য আমাদের সবসময় সচেতন থাকতে হবে। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ