আজ সোমবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউটস নেতাদের নিয় সমাজ উন্নয়ন ওয়ার্কসপ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন উপজেলার স্কাউটস নেতাদের নিয়ে সমাজ উন্নয়ন ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। জেলা স্কউটসের সভাপতি জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কসপে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন- বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের সম্পাদক ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনওয়ার হোসেন। এছাড়াও আলোচনা করেন, জেলা স্কাউটসের সহসভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম। সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। এসময় জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ওয়ার্কসপে আমার গ্রাম আমার শহর,  জেলা ও উপজেলা পর্যায়ে সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমসহ বিভন্ন বিষয় উঠে আসে। প্রধান অতিথির আলোচনায় বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সম্পাদক ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনওয়ার হোসেন বলেন-সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে। কিন্তু তাদের থেকে স্কাউটসরা আলাদা। স্কাউসরা সবার চেয়েই আলাদা। স্কাউটসরাই পারেন সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করতে। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ