প্রতিবন্ধী স্কুল, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়েল ফেয়ার ক্লাবের খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ
- ১১ই সেপ্টেম্বর ২০২১ রাত ০৮:১০:৪৮
- চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে শহরের সুইড বাংলাদেশ প্রতিবন্ধী স্কুল, হুজরাপুর হাফিজুল কোরআন মাদ্রাসা ও নামোশংকরবাটী কারবিয়াতুল এতিমখানায় খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ওয়েল ফেয়ার ক্লাবের সভানেত্রী সেলিনা বিশ্বাসের নেতৃত্বে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়েল ফেয়ার ক্লাবের সদস্য নাহিদা আক্তার দিপা, আম্বিয়া খাতুন, নাদিরা আক্তার, শামীমা রহমান, মিসেস ময়েজ, মিসেস মিথুন, সাবিনা ইয়াসমিন, শিল্পী চৌধুরী,সহ ওয়েল ফেয়ার ক্লাবের সদস্যরা।
উল্লেখ্য ওয়েল ফেয়ার ক্লাব গত এক বছর থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌর ও সদর উপজেলার বিভিন্ন জায়গায় গরীব দুঃস্থ ও অসহায় মানুষ, পথশিশু ও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী ও করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করে আসছে।
 
								 
							 
									 
									 
										 
										 
										 
										 
										 
										 
								 
								 
								 
								 
								 
								 
								 
								
০ টি মন্তব্য