শিশু শিক্ষার্থীদের উত্যক্ত ও অশালীন কথা-বার্তা বলায় অটোচালকের কারাদন্ড
- ১লা সেপ্টেম্বর ২০২১ সন্ধ্যা ০৭:০১:৪৫
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার চারজন শিক্ষার্থীকে উত্ত্যক্ত করা, অশালীন কথা-বার্তা বলার দায়ে বুধবার বিকেলে মো. সারিফ (২৬) নামে এক অটোচালককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বালিকাপাড়া গ্রামের মো. মইমুরের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয় থেকে বাড়ির কাজ নিয়ে বাড়ি ফিরছিল শিক্ষার্থীরা। ফেরার পথে ঝিলিম ইউনিয়নের দোয়াতপোখরা এলাকায় অটোচালক মো. সারিফ চারজন শিশু শিক্ষার্থীকে তাঁর অটোতে উঠতে বলেন। শিক্ষার্থীরা অটোতে উঠতে রাজি না হলে তাদের ধমক দিয়ে আবারও অটোতে উঠতে বলেন মো. সারিফ। এসময় অশালীন কথাবার্তাও বলেন তিনি। শিক্ষার্থীরা পেছনে আসা শিক্ষকদের চিৎকার দিয়ে ডাক দিলে তাদের খারাপ ভাষায় গালি ও পরবর্তীতে তাদের সঙ্গে খারাপ কাজ করবে হুমকি দিয়ে অটো নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় শিক্ষকগণ দৌড়ে কিছুটা দূর এগিয়ে গিয়ে মো. সারিফকে ধরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খবর দেয়। ইউএনও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) খবর দিলে পুলিশ গিয়ে মো. সারিফকে আটক করে। বিকেল সোয়া চারটার দিকে ইউএনও সরেজমিন পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের কাছ থেকে ঘটনা শোনেন। এসময় সেখানেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। মো. সারিফ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। শিক্ষার্থীদের উত্যক্ত ও অশালীন কথা-বার্তা বলার অপরাধে ভ্রাম্যমান আদালত মো. সারিফকে ৫০৯ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
ইউএনও ইফফাত জাহান ঘটনাটি নিশ্চিত করেছেন।
০ টি মন্তব্য