পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রাব্বুল বিশ্বাস আর নেই
- ৩১শে আগস্ট ২০২১ রাত ১২:২৭:৪৪
- চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগ এর যুগ্মসাধারণ সম্পাদক রাব্বুল বিশ্বাস সোমবার  (৩০ আগস্ট)  রাত ৯.৪০ মিনিটে তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)  দীর্ঘদিন থেকে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।  রাব্বুল বিশ্বাসের মৃত্যুতেই চাঁপাইনবাবগঞ্জ জেলা উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।  মরহুমের জানাযার নামাজ আগামীকাল সকাল ১০ টায় রেহাইচর ঈদ গাহে অনুষ্ঠিত হইবে এবং রেহাইচর গোরস্থানে দাফন করা হবে। 
 
								 
							 
									 
									 
										 
										 
										 
										 
										 
										 
								 
								 
								 
								 
								 
								 
								 
								
০ টি মন্তব্য