আজ সোমবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

ভোলাহাট-শিবগঞ্জ সড়কে যানবাহনে ডাকাতি : ৩ জন গ্রেপ্তার, পুলিশের অভিযান অব্যাহত

মেহেদি হাসান

ভোলাহাট-শিবগঞ্জ সড়কের ফলিমারী বিল এলাকায় যানবহনে ডাকাতির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভোলাহাট থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়।

এর আগে ওই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করার কথা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এইচএম আবদুর রকিব সংবাদ সম্মেলনে জানান, গত ২৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পৌনে ৮টার মধ্যে কতিপয় দুষ্কৃতিকারী ঢাকাগামী ৩টি যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রীদের ভয়-ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়। ওই ঘটনায় ভোলাহাট থানায় অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পুলিশ সুপার বলেন- ঘটনার পর থেকেই আমার নেতৃত্বে তদন্তে নামে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারে ভোলাহাট থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে কয়েকটি টিম যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নয়াগ্রাম বালিয়াদিঘী মধ্যবাজারের ভুলু রহমানের ছেলে রেজাউল করিম (৪০), একই গ্রামের মৃত সমশের আলীর ছেলে আনারুল ইসলাম ওরফে আনু গুরু (৪৫) ও শান্তির মোড় হামিদনগর গ্রামের মোফাজ্জাল হকের ছেলে মো. তাজেল আলী (৩৫)।

পুলিশ সুপার জানান, ডাকাত দলের কাছ থেকে লুণ্ঠিত ১২টি মোবাইল ফোন সেট, স্বর্ণালংকার ও ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়ে। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সংশ্নিষ্ট অন্য ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারসহ লুণ্ঠিত অন্যান্য মালামাল উদ্ধারের লক্ষে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার এস.এ.এম. ফজল-ই-খুদাসহ পুলিশের অন্য কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পৌনে ৮টার মধ্যে ভোলাহাট-শিবগঞ্জ সড়কের ফলিমারি এলাকায় নৈশকোচ সাথী এন্টারপ্রাইজ, জমজম পরিহবন ও চাঁপাই ট্রাভেলসে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ওই স্থানে বেশকিছু গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়।

অপর দিকে একই ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলাহাট উপজেলার বড়গাছিহাটের মো. আফজাল হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০), মো. মহসীনের ছেলে মো. লাল্টু মিয়া, মো. ইউসুফ আলীর ছেলে মো. আবদুল জাব্বার (২২) ও মো. আবদুল শুকুর আলীর ছেলে মো. মোকলেছুর রহমান (৪৮)। গত মঙ্গলবার রাত দেড়টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান চালায়। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ