আজ সোমবার, ১৬ই বৈশাখ ১৪৩১, ২৯শে এপ্রিল ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন বিষয়ে জেলা প্রশাসন,নাগরিক কমিটি ও নেসকোর মতবিনিময়

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে  মুজিব শতবর্ষে নেসকো লি: কর্তৃক  নেসকোর আওতাধীন বিভিন্ন এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন কাজ শুরু হয়েছে। স্মার্ট প্রি-পেমেন্ট মিটার ব্যবহারের সুবিধা, মিটার সম্পর্কে সার্বিক ধারণা, ব্যবহারবিধি, বিল পরিশোধের পদ্ধতি বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন, নেসকো ও চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির ।

বুধবার সকালে জেলা প্রশাসকের  কার্যালয়ে  জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত  স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মোঃ হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহসীন মৃধা, সহকারী কমিশনার ও আরডিসি রওশনা জাহান, এনডিসি চন্দন কর, বিতরণ বিভাগ -১/২ নেসকোর নির্বাহী প্রকৌশলী আলিউর আজিম, মোঃ সেলিম রেজা, নাগরিক কমিটির আহবায়ক সৈয়দ আহমেদ বাদশা, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট আবু হাসিব, আব্দুল মজিদ প্রমুখ।   

মতবিনিময় সভায়   চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মোঃ হারুনুর রশিদ, জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিনসহ নাগরিক কমিটির সদস্যরা  স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন কাজ শুরু করার ব্যাপারে আলোচনা হয়।   বক্তারা আরো জানান, এত সরকারের বিদুৎ চুরি কমবে।   জনগনের কোন ক্ষতি হবেনা।   

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ