আজ সোমবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে ৯ গুণী ব্যক্তি ও এক সংগঠন পেল সম্মাননা পদক

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৯ ২০২০ প্রদান করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সম্মাননা পদক তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ- (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়
উল্লেখ্য, গতবছর করোনা মহামারির কারণে ২০১৯ সালের নির্বাচিত গুণী ব্যক্তিদের সম্মাননা পদক প্রদান করা সম্ভব হয়নি। এবার একসঙ্গে দুই বছরের সম্মাননা পদক প্রদান করা হলো
চাঁপাইনবাবগঞ্জে শিল্প-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ বিভাগে এবার গুণী ব্যক্তি একটি সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে সম্মাননা পদক প্রদান করা হয়। সম্মাননা-২০১৯ প্রাপ্ত পাঁচ গুণী ব্যক্তি হচ্ছেন- কণ্ঠসংগীতে গোলাম মোস্তফা, লোকসংস্কৃতি গবেষণায় তাসাদ্দক আহ্মদ জিন্নাহ ঝান্ডি গানে মো. আলাম হোসেন, আবৃত্তিতে আমিনুল হক আবির এবং যন্ত্রসংগীত (তবলায়) মো. আজিজুর রহমান আজাদ। 

সম্মাননা-২০২০ প্রাপ্তরা হচ্ছেন- কণ্ঠসংগীতে রফিকুল ইসলাম বাবু, লোকসংস্কৃতি গবেষণায় ড. শহীদ সারওয়ার আলো ও আলকাপে শ্রী সঞ্জয় কুমার ঘোষ এবং যন্ত্রশিল্পী [বাঁশি] মো. সাইফুল ইসলাম অনু। এছাড়া সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে সম্মাননা-২০২০ পেয়েছে ইলা মিত্র স্মৃতি সাংস্কৃতিক যুব একাডেমি।
সম্মাননাপ্রাপ্তদের পদক তুলে দেয়ার পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকার চেক, সনদপত্র ও উত্তরীয় পরিয়ে দেয়া হয়। এছাড়াও ফুলের তোড়া দিয়ে প্রত্যেককে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপত্বি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহসিন মৃধা। বিশেষ অতিথি ছিলেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুণ্ড ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন। জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য গোলাম ফারুক মিথুন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন- লোকসংস্কৃতি গবেষক তাসাদ্দক আহমদ জিন্নাহ ও ড. শহীদ সারওয়ার আলো। সীমিত পরিসরের এ আয়োজনে জেলার সংস্কৃতি অনুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আবৃত্তি করে শোনান ড. শহীদ সারওয়ার আলো ও আমিনুল হক আবির। শেষে সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্যবৃন্দ।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ