চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু হত্যার বিচারসহ মরণোত্তর বিচার আইন প্রণয়নের দাবিতে স্মারকলিপি প্রদান
- ২৫শে আগস্ট ২০২১ রাত ০৮:৫০:৩০
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারীদের তথ্য উদঘাটনে তদন্ত কমিশন গঠন এবং দোষীদের বিচারসহ মরণোত্তর বিচার আইন প্রণয়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী ও স্বররাষ্ট্র মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শাখার নেতৃবৃন্দ।
বুধবার সকালে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আফসার আলী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলহাজ্ব রুহুল আমিন,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ ফেরদৌসুল আলম, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট ড. তসিকুল ইসলাম বকুল, মোস্তাফিজুর রহমান বুলেট।
স্মারকলিপিতে বলা হয়, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালরাত্রিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যদের নির্মম ভাবে হত্যা করা হয়। নারকীয় হত্যাকান্ডের সম্মুখসারির খুনিদের বিচার করা হলেও ষড়যন্ত্রকারী ও পরিকল্পনাকারী এবং নির্দেশদাতাদের কোন বিচার হয়নি বা সে বিষয়ে কোন তদন্তও হয়নি। জাতির উপর লেপিত ১৫ই আগস্টের কলংক মোচনের জন্য উল্লেখিত ষড়যন্ত্রকারী ও পরিকল্পনাকারীদের বিচার হওয়া আবশ্যক। সে লক্ষ্যে প্রকৃত তথ্য উদযাটনের জন্য উপযুক্ত নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
স্মারকলিপিতে ১৫ আগস্ট রাতের সকল হত্যাকান্ডের নেপথ্যে ষড়যন্ত্রকারী ও পরিকল্পনকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য একটি শক্তিশালী কমিশন গঠনসহ মরণোত্তর বিচার আইন প্রণয়নের জন্য বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানানো হয়।
০ টি মন্তব্য