চাঁপাইনবাবগঞ্জে নেসকো’র প্রি-পেইড মিটার প্রতিস্থাপনের প্রতিবাদে মানববন্ধন
- ২৩শে আগস্ট ২০২১ বিকাল ০৫:২৯:১১
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে নেসকো কর্তৃক প্রি-পেইড মিটার প্রতিস্থাপনের প্রতিবাদে ও সব এলাকায় গণশুনানীর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ নাগিরক কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, নাগরিক কমিটির আহবায়ক সৈয়দ আহমেদ বাদশা, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, জেলা সিপিবি সভাপতি এ্যাডভোকেট এবিএম সাইদুল ইসলাম, বাবর আলী, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ধনঞ্জয় চ্যাটার্জি, সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা, মুকুল হোসেন, মোঃ জারজিস, যুবলীগ নেতা লেনিন প্রমাণিক, শহানেওয়াজ দুলাল, বিএনপি নেতা ইউসুফ আলী লাভলু ,মো. শামীম হোসেন, জুবায়ের হোসাইন, শাহিন আলী প্রমূখ।
বক্তাগণ হুশিয়ারি দিয়ে বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় যে কোন মূল্যে প্রি-পেইড মিটার প্রতিস্থাপন প্রতিহত করা হবে। এছাড়া এবিষয়ে সব এলাকায় গণশুনানীর দাবি জানানো হয়।
মানববন্ধনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
০ টি মন্তব্য