আজ সোমবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে ড্রেনেজ ব্যবস্থার দাবিতে মানববন্ধন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মালোপাড়ায় পানি প্রবাহের গতিপথ বন্ধ হওয়ায় পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসি। এ এলাকায় বর্ষা মৌসুমসহ শুষ্ক মৌসুমে রাস্তায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সেই পানি নিষ্কাশনের জন্য স্থায়ী ড্রেন নির্মাণ করার দাবি জানান এলাকাবাসি। 

 এসমস্যার দাবিতে রোববার সকাল সাড়ে ৯টায় রাজারামপুর মহল্লার মালোপাড়া এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে। প্রায় আধাঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে  বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, অধ্যাপক মেহেদুল ইসলাম,কাউন্সিলর মইদুল ইসলাম,  শাহিন আক্তার, প্রমুখ।

বক্তারা বলেন, এ এলাকার ব্যাপক জনগোষ্ঠির বসবাস থাকলেও কাঙ্খিত সুবিধা থেকে বঞ্চিত সবাই। পানি নিষ্কাশন না হওয়ায় রাস্তা কর্দমাক্ত ও পানি জমে থাকার কারণে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এ ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসী জেলা প্রশাসকের দৃষ্টি কামনা করেন।

এদিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম মিনহাজ জানান, পানি নিষ্কাশনের জন্য এ এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ছিল না। রাস্তার পানিগুলো বিলে গিয়ে পড়তো। তবে ৮ নং ও ৯ নং ওয়ার্ডের ড্রেন দিয়ে তালতলা সাঁকো হয়ে অধীর ন্যাংরার মোড়ে গিয়ে পানি নিষ্কাশন হতো। কিন্তু এ ড্রেনটিতে স্থানীয়রা মাটি ফেলে দেয়ার কারণে পুরো ড্রেন অকেজো হয়ে পড়ায় পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। তবে পৌর কর্তৃপক্ষ পুনঃসংস্কার ও ড্রেনেজ ব্যবস্থাসহ অন্যান্য সমস্যা নিরসনে পরিকল্পনা গ্রহণ করেছে।     

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ