এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর জাতীয় শোক দিবস পালন
- ১৬ই আগস্ট ২০২১ রাত ০৮:৩৪:১৫
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এ সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হাবিবুর রহমান আকনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য একটি গাছের চারা রোপণ করেন এবং চাঁপাইনবাবগঞ্জে স্থাপিত বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে স্বল্প পরিসরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ও জাতীয় শোক দিবস-২০২১ পালন কমিটির আহ্বায়ক ড. মোস্তফা মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. হাবিবুর রহমান আকন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (চলতি দায়িত্ব) ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহরিয়ার কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. দেলোয়ার হোসেন।
০ টি মন্তব্য