চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে যুবক-যুবতীদের মধ্যে ঋন বিতরণ
- ১৫ই আগস্ট ২০২১ বিকাল ০৫:৩৫:৩০
- চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুবক ও যুবতীদের মধ্যে সহজ শর্তে ঋন বিতরণ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ।রোববার (১৫ আগষ্ট) দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তর   মিলনায়তনে এসব ঋনের টাকা আনুষ্ঠানিক ভাবে যুবক-যুবতীদের হাতে তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও।
এসময় উপস্থিত ছিলেন চাঁপািইনবাবগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মান্নান,  জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ রুহুল আমিন শরিফ। এতে স্বাগত বক্তব্য রাখেন, ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ সারোয়ার হোসেন। পরে যুবক-যবতীদের মাঝে সহজ শর্তে ঋন বিতরণ  করা হয়। 
 
								 
							 
									 
									 
										 
										 
										 
										 
										 
										 
								 
								 
								 
								 
								 
								 
								 
								
০ টি মন্তব্য