চাঁপাইনবাবগঞ্জে ডিজিটাল স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন কাজের উদ্বোধন
- ১৫ই আগস্ট ২০২১ বিকাল ০৫:০৩:১৬
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ডিজিটাল স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৫ আগস্ট রোববার সকাল সাড়ে ১০ টায় মানপুর সল্লাই মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের বসবাসকারীদের বাসায় ডিজিটাল স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, সহকারী কমিশনার (ভুমি) আনিসুর রহমান, নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলী আলিউল আজিম, নেসকো -২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সেলিম রেজা, স্মার্ট প্রি-পেমেন্ট মিটার প্রকল্পের পরিচালক মাহবুবুল আলম চৌধুরী, নির্বাহী প্রকৌশলী সায়েদুল মোরসালিন।
স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের ফলে গ্রাহক তাঁর ঘরে বসেই মিটার রিচার্জ করতে পারবেন মর্মে উদ্বোধনী বক্তব্যে সকলকে অবহিত করেন। বতর্মান সরকার নির্বাচনী ওয়াদা ছিল বিতরন ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। তারই ধারাবাহিকতায় স্মার্ট প্রিপেড মিটার বাস্তবায়ন এর কাজ জেলায় শুরু হলো। এটি ব্যবহারের ফলে বিদ্যুৎ বিল বকেয়া হবে না, ফলে লাইন কাটার টেনশন থাকবে না এবং অতিরিক্ত ডিসি/আরসি ফি ১২০০ টাকা এবং ৫% এলপিসি লাগবে না, যেকোন সময়ে গ্রাহক দেখতে পারবেন তার কত বিদ্যুৎ খরচ হয়েছে আর কত টাকা অবশিষ্ট আছে,প্রি-পেমেন্ট মিটার ব্যবহারে অযথা ভোল্টেজ উঠা-নামার ফলে বাসার বৈদ্যুতিক যন্ত্রপাতির উপর প্রভাব পড়বে না,ভুল মিটার রিডিং এর কারণে অতিরিক্ত ভোতিক বিল প্রদানের কোন ঝামেলা নাই। গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার অনুযায়ী মিটার থেকে টাকা কাটা হবে,অনেক সময় মালিকানা ঝামেলায় বিল জমা রেখে অন্যের উপর দায় চাপিয়ে দেন, প্রি-পেমেন্ট মিটারের সেই সুযোগ থাকবে না।
০ টি মন্তব্য