আজ সোমবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

পুলিশ নারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ

মেহেদি হাসান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ি চত্বরে এই বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব।

জেলা পুনাকের সভানেত্রী সাবাহ বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা পুলিশ এবং পুনাকের সদস্যরা।

এ সময় বিভিন্ন প্রকারের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

উল্লেখ্য, সবুজ দেশ গড়ার লক্ষে পুনাক এ কর্মসূচি হাতে নিয়েছে। ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রত্যয়ে বাংলাদেশ পুলিশ ও পুনাক কর্তৃক যৌথভাবে পরিচালিত সামাজিক বনায়ন কর্মসূচি সব পুলিশ ইউনিটের সঙ্গে একযোগে ভার্চুয়ালি উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ। এ উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইড কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ