চাঁপইনবাবগঞ্জে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান
- ৮ই আগস্ট ২০২১ দুপুর ০২:২৫:৪১
- চাঁপাইনবাবগঞ্জ সদর
 
																				মেহেদি হাসান
চাঁপইনবাবগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার(৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন। শুরুতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারাদেশে একযোগে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
এসময় আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) দেবেন্দ্রনাথ উরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত সুপার মাহবুব আলম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আকতার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমাসহ জেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে ৩৫ জনকে সেলাই মেশিন ও ৩০ জনকে ২ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা বিতরণ করা হয়।
 
								 
							 
									 
									 
										 
										 
										 
										 
										 
										 
								 
								 
								 
								 
								 
								 
								 
								
০ টি মন্তব্য