আজ বুধবার, ১৮ই আষাঢ় ১৪৩২, ২রা জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে নতুন ৩১ জনের করোনা পজিটিভ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের আরো ৩১ জন নতুন করে করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। ১৭২ জনের নমুনার আরটি-পিসিআর পরীক্ষায় এই ৩১ জন শনাক্ত হন। জেলায় গড় শনাক্তের হার ১৮.০২ শতাংশ। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি ল্যাবরেটরিতে নমুনাগুলো পরীক্ষা করা হয়।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ২৪ ও ২৫ জুলাই ১৭২ জনের নমুনা সংগ্রহ করে ২৫ জুলাই রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি ল্যাবরেটরিতে পাঠানো হয়। সেখানে আজ (গতকাল) মঙ্গলবার আরটি-পিসিআর পরীক্ষায় ৩১ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এর মধ্যে জেলার সদর উপজেলার ১২৩ জনের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ জন। অপর দিকে জেলার গোমস্তাপুর উপজেলার ২৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১০ জন। এছাড়া শিবগঞ্জ উপজেলার ২৫ জনে ২ জন করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ