করোনা রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেনসহ চিকিৎসা সামগ্রী দিল চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
- ২৭শে জুলাই ২০২১ বিকাল ০৪:২৮:৫৪
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে আধুনিক সদর হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য ৬টি অক্সিজেন সিলিন্ডার,১টি হাইফ্লো নেজাল ক্যানলা সেটসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
মঙ্গলবার সকালে চেম্বার ভবনের সম্মেলন কক্ষে চেম্বারের সভাপতি এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. এরফান আলী সিভিল সার্জন ডাক্তার জাহিদ চৌধুরির হাতে এসব চিকিৎসা সামগ্রী তুলে দেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মু. জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, চেম্বারে সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হানু, সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, চেম্বারের পরিচালক শাজাহান আলি সাজা, মো. বাহারাম আলী, এম কোরাইশী মিলু,শহীদুল ইসলাম শহীদ, হায়দার আলী উপস্থিত ছিলেন ।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. এরফান আলী জানান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই হতে প্রাপ্ত এসব চিকিৎসা সামগ্রী আমরা চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের করোনা রোগীদের চিকিৎসার জন্য সিভিল সার্জন জনের হাতে তুলে দিলাম । এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিজস্ব উদ্যোগে জনগণকে সচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম ও মাস্ক বিতরণ অব্যাহত রয়েছে।
০ টি মন্তব্য