আজ সোমবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

তহা বাজারের দোকান ঘর পরিদর্শন করলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে গত বৃহস্পতিবার (২২ জুলাই) বিকাল ৪টার দিকে শহরের বড় পাইকারি বাজার তহা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গার্মেন্টস, মুদিখানা ও জর্দা,কসমেটিকের দোকানসহ প্রায় ৩৫ টি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়। আগুনে ভস্মীভূত দোকান মালিকদের ক্ষয় ক্ষতি দেখতে ও সমবেদনা জানাতে তহা বাজার পরিদর্শন করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এ সময় ক্ষতিগ্রস্ত দোকানদাররা তাদের আর্থিক ক্ষতির বিষয়টি তুলে ধরেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রকৃত ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আর্থিক সহায়তা ও পুনর্বাসনের জন্য আবেদন জানান।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আশ্বস্ত করে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি জিয়াউর রহমান এমপি জানান আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সব ধরনের সাহায্য করতে আবেদন জানাব এবং অতি দ্রুত ক্ষতিগ্রস্তদের ও ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করতে চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রি চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এরফান আলীকে অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সহ সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, সহ সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, যুগ্ম সম্পাদক ও শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসি, পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারর্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এরফান আলী, জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষক লীগের সহ সভাপতি আব্দুল হাকিম, পৌর ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান আরমানসহ অন্যান্যরা।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ